ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

প্লাজমা দিলেন সিরাজগঞ্জের করোনাজয়ী ১৭ পুলিশ সদস্য

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২০
প্লাজমা দিলেন সিরাজগঞ্জের করোনাজয়ী ১৭ পুলিশ সদস্য প্লাজমা দিচ্ছেন এক পুলিশ সদস্য

সিরাজগঞ্জ: করোনায় আক্রান্তদের চিকিৎসার্থে প্লাজমা দিয়েছেন সিরাজগঞ্জের করোনাজয়ী ১৭ পুলিশ সদস্য।  

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ লাইন্স হাসপাতালে প্লাজমা দেন তারা।

 

পুলিশ সুপার (এসপি) মো. হাসিবুল আলম জানান, প্লাজমাদানকারী ১৭ পুলিশ সদস্যের মধ্যে পাঁচজন কর্মকর্তা ও ১২ জন কনস্টেবল রয়েছেন। ‘মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ এ  স্লোগানকে সামনে রেখেই জনগণের সেবায় কাজ করছে পুলিশ। করোনাকালে দায়িত্ব পালন করতে গিয়ে অনেক পুলিশ আক্রান্ত হয়েছেন এবং মৃত্যুবরণও করেছেন। আবার করোনাকে জয় করে আসা পুলিশ সদস্যরাই অন্য রোগীদের চিকিৎসার্থে তাদের প্লাজমা দিচ্ছেন।  

তিনি বলেন, সিরাজগঞ্জের মোট ১৩২ জন পুলিশ আক্রান্ত হয়েছেন, এর মধ্যে দু’জনের মৃত্যু হয়েছে এবং সুস্থ হয়ে ফিরেছেন ১১৩ জন। গত ১৪ সেপ্টেম্বর আক্রান্ত পুলিশ সদস্যদের এন্টিবডি পরীক্ষার জন্য রক্ত নেন রাজারবাগ পুলিশ হাসপাতালের টেকনিশিয়ানরা। এর মধ্যে ১৭ জনের শরীরে এন্টিবডি থাকায় রোববার তারা প্লাজমা দিলেন।  
 
বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২০
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ