ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কুষ্টিয়ায় এনএসআই’র ভুয়া ২ সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২০
কুষ্টিয়ায় এনএসআই’র ভুয়া ২ সদস্য আটক আটক দুইজন

কুষ্টিয়া: কুষ্টিয়া শহরের কোটপাড়া এলাকা থেকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) ভুয়া দুই সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় র‌্যাব-১২ কুষ্টিয়ার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মোস্তাফিজুর রহমান।

আটক দু’জন হলেন- ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাচের কোল গ্রামের কাজী ইকরামুল হকের স্ত্রী তনুজা ইসলাম (২৭) ও সিদ্ধি এলাকার আব্দুল লতিফের ছেলে জাহাঙ্গীর আলম (২৯)।

বিজ্ঞপ্তিতে থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে কুষ্টিয়া শহরের কোটপাড়া এলাকায় অভিযান চালিয়ে তনুজা ও জাহাঙ্গীরকে আটক করা হয়। এরা দীর্ঘদিন ধরে এনএসআইয়ের সদস্য পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছিলেন। আটক ওই দু’জনের কাছ থেকে এনএসআইয়ের ভুয়া পরিচয়পত্র জব্দ করা হয়েছে।
আটক দু’জনের নামে একটি প্রতারণার মামলা দায়ের করে তাদের কুষ্টিয়া মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।