ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২০
‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

রাজশাহী: উত্তরাঞ্চলের বিদ্যুৎ বিপণন সংস্থা নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) ভুতুড়ে বিলের প্রতিবাদে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। এসময় গ্রাহক সেবার মান বাড়ানো  দাবি জানান তারা।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে রেলগেট এলাকায় নেসকোর প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

বক্তারা বলেন, করোনা পরিস্থিতির মধ্যেও নেসকো গ্রাহকদের লুটে খাচ্ছে। প্রতি মাসেই বিদ্যুৎ বিল দুই থেকে তিনগুণ বাড়িয়ে দেওয়া হচ্ছে। ঘরে বসে বানানো এসব বিল গ্রাহকরা পরিশোধ করতে বাধ্য হচ্ছেন। বিদ্যুৎ বিলে প্রায় অসঙ্গতি দেখা দেওয়ায় গ্রাহকরা চরম হয়রানির শিকার হচ্ছেন। তারা অতিরিক্ত বিল পরিশোধে বাধ্য হচ্ছেন।  

এখন বাসা ভাড়া ও বিদ্যুৎ বিল প্রায় সমান হয়ে গেছে। করোনা পরিস্থিতিতে বাসা ভাড়া দেওয়া কঠিন, সেখানে স্বাভাবিক বিলের দু’তিনগুন বেশি টাকা পরিশোধ করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না।

মানববন্ধনে রাজশাহী মহানগর যুব মৈত্রী সভাপতি মনিরুজ্জামান মনি, অ্যাডভোকেট লিসা আঞ্জুমান, রাজশাহী পরিবেশ আন্দোলনের আহ্বায়ক মাহাবুব টুংকু প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২০
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।