ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

স্বাস্থ্য অধিদফতরের গাড়ি চালক মালেক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২০
স্বাস্থ্য অধিদফতরের গাড়ি চালক মালেক আটক

ঢাকা: সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে স্বাস্থ্য অধিদফতরের গাড়িচালক আব্দুল মালেককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)।

রোববার (২০ সেপ্টেম্বর) সকালে র‌্যাব-১ এর এ অধিনায়ক (সিও) লে. কর্নেল শাফি উল্লাহ বুলবুল বাংলানিউজকে বিষয়টি জানান।

তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শনিবার (১৯ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ৩টার দিকে রাজধানীতে অভিযান চালিয়ে তাকে আটক করা কয়।

আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি। তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধ সুনির্দিষ্ট অভিযোগ বয়েছে বলেও জানান তিনি।

একটি সূত্রে জানায়, চালক আব্দুল মালেক দীর্ঘদিন ধরে স্বাস্থ্য অধিদফতরের তৃতীয় ও চতুর্থ শ্রেণির নিয়োগ-বদলি বাণিজ্য নিয়ন্ত্রণ করতেন।

বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২০
এসজেএ/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।