ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গফরগাঁওয়ে ইমামকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২০
গফরগাঁওয়ে ইমামকে কুপিয়ে হত্যা

ময়মনসিংহ: ময়মনসিংহ গফরগাঁও উপজেলায় এশার নামাজ শেষে বাড়ি ফেরার পথে আজিম উদ্দিন (৫০) নামে এক ইমামকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।  

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টার দিকে উপজেলার পাগলা থানার নিগুয়ারী ইউনিয়নের সাদুয়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান খান বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত আজিম উদ্দিন নিগুয়ারী ইউনিয়নের বেলদিয়া গ্রামের মৃত মরজত আলীর ছেলে।  

ওসি শাহীনুজ্জামান জানান, হাফেজ আজিম উদ্দিন একই ইউনিয়নের পার্শ্ববর্তী সাদুয়া গ্রামের সাদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সুরুজ আলী জামে মসজিদে ইমামতি করতেন। শনিবার তিনি এশার নামাজ শেষ করে পায়ে হেঁটে সাদুয়া-বেলদিয়া সড়ক দিয়ে বাড়ি যাওয়ার সময় অজ্ঞাত দুর্বৃত্তরা দা দিয়ে তার মাথায়, পেটে, হাতে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।  

এতে রক্তক্ষরণজনিত কারণে কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান। পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

হত্যার কারণ এখনো জানা যায়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি শাহীনুজ্জামান খান।

বাংলাদেশ সময়: ০৩৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২০ 
একে/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad