ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

১ ও ৩১ অক্টোবর দেখা যাবে ব্লু-মুন

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২০
১ ও ৩১ অক্টোবর দেখা যাবে ব্লু-মুন

ঢাকা: বিভিন্ন রেস্টুরেন্ট বা হোটেলের নাম হলেও এবার বাস্তবিক অর্থে দেখা যাবে ব্লু-মুন বা নীল চাঁদ। আগামী ১ এবং ৩১ অক্টোবর আঁধার কালো আকাশের বুকে দেখা যাবে নীল চাঁদ।

বিজ্ঞানীর বলছেন, অক্টোবর মাসে দু’টি পূর্ণিমা হবে আর তাই দেখা যাবে নীল চাঁদ। আর পুরো বিশ্বের সর্বত্র একসঙ্গে এমন নীল চাঁদ দেখার এই ঘটনাটি ঘটবে মাত্র দ্বিতীয়বারের মতো। এর আগে ১৯৪৪ সালে প্রথমবারের মতো সর্বত্র এমন ব্লু মুন দেখা গিয়েছিল।

তবে পৃথিবীর নির্দিষ্ট কিছু স্থান থেকে আংশিকভাবে আরও কয়েক দফা ব্লু মুন দেখা গিয়েছিল। ২০০১ সালে সর্বশেষ এমনটা হয়েছিল। সাধারণত ১৯ বছর পর পর পৃথিবীবাসী ব্লু মুন দেখার সুযোগ পায়। সেই হিসেবে এবার ২০২০ সালে আবারো এসেছে ব্লু মুন।

এরপর ২০৩৯ সালের আগে আর ব্লু মুন দেখা যাবে না। তবে সেবার পুরো পৃথিবী থেকেই একসাথে ব্লু মুন দেখা যাবে কি না সে বিষয়টি এখনও নিশ্চিত নন বিজ্ঞানীরা।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২০
এস এইচ এস/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad