ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

‘শুধু গাছ লাগালে হবে না, সঠিকভাবে পরিচর্যা করতে হবে’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২০
‘শুধু গাছ লাগালে হবে না, সঠিকভাবে পরিচর্যা করতে হবে’ গাছের চারা রোপণ করছেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক

খুলনা: খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, সম্পদ সৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় গাছের গুরুত্ব অপরিসীম। মুজিববর্ষে সরকার দেশে এক কোটি গাছের চারা রোপণের কর্মসূচি হাতে নিয়েছে।

 

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে ‘সবুজ বিপ্লব’ এর ডাক দিয়েছিলেন। দেশে জনসংখ্যার তুলনায় বনজ সম্পদ ও বনভূমি অপ্রতুল। এ কারণে পতিত জমিতে বৃক্ষরোপণের মাধ্যমে ভূমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। পরিকল্পিতভাবে গাছ লাগাতে হবে। শুধু গাছ লাগালেই হবে না, সঠিকভাবে এর পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ করতে হবে। তিনি সবাইকে কমপক্ষে তিনটি করে গাছের চারা রোপণের আহ্বান জানান।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে খুলনার মহেশ্বরপাশা সিএসডি চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে মেয়র এসব কথা বলেন।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, মহেশ্বরপাশা সিএসডির ব্যবস্থাপক মো. মকলেচ আল আমিন, এক নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ আব্দুর রাজ্জাক, দুই নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. সাইফুল ইসলাম, মুক্তিযোদ্ধা নূর ইসলাম বন্দ, খানজাহান থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান, দুই নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মনিরুজ্জামান মুকুল, মহেশ্বরপাশা খাদ্য বিভাগ ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি মো. মিজানুর রহমান (ফিরোজ), সাধারণ সম্পাদক এস এম শাহ আলম প্রমুখ।

পরে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক মুজিববর্ষ উপলক্ষে শিরোমণি পুলিশ ট্রেনিং সেন্টার চত্বরে এবং বাংলাদেশ ক্যাবলস শিল্প লিমিটেড চত্বরে গাছের চারা রোপণ করেন। এসময় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বেগ লিয়াকত আলী, খানজাহান থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২০ 
এমআরএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।