ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বরিশালে রিকশা-ভ্যান শ্রমিকদের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২০
বরিশালে রিকশা-ভ্যান শ্রমিকদের বিক্ষোভ

বরিশাল: রিকশা-ভ্যান-ঠেলাগাড়ি চালকদের লাইসেন্স নবায়ন ফি বকেয়া মওকুফ করে হালনাগাদ করা ও সুদমুক্ত নবায়ন সহ ৭ দফা দাবি নিয়ে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ করেছে রিকশা-ভ্যান-ঠেলাগাড়ি শ্রমিক ইউনিয়ন মহানগর কমিটি।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে নগরের সদর রোডে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এখানে সংগঠনের মো. জামাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, শ্রমিক নেতা অ্যাডভোকেট একে আজাদ, আখতার হোসেন শ্যামল দত্ত, তুষার সেন ও অপূর্ব গৌতম প্রমুখ।

এসময় বক্তব্যে বলা হয়, বরিশাল নগরীর সকল জরাজীর্ণ রাস্তাঘাট মেরামত করা সহ প্রতি বছরের জুন-জুলাই মাসের মধ্যে রিকশা-ভ্যান-ঠেলাগাড়ি ভাড়া ও যাত্রী ভাড়া নির্ধারণের পাশাপাশি শ্রমিকদেরও ৭ দফা দাবি মানতে হবে।

মানবন্ধন শেষে নগরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করে শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দরা।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২০
এমএস/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।