ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নাইক্ষ্যংছড়িতে গলায় ফাঁস দিয়ে শ্রমিকের আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২০
নাইক্ষ্যংছড়িতে গলায় ফাঁস দিয়ে শ্রমিকের আত্মহত্যা

বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে সাকিবুল ইসলাম (১৭) নামে এক রাবার শ্রমিক গলায় ওড়নার ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার বাইশারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড পুনর্বাসন পাড়া এলাকার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

তার বাবার নাম সেলিম জমাদ্দার। তিনি পেশায় একজন রাবার শ্রমিক।
 
স্থানীয়রা জানান, সকালে বাড়ির পাশের একটি বিয়ে বাড়িতে লোকজনের সামনে সাকিবকে টাকা নিয়ে বকাঝকা করেন মা মমতাজ বেগম। এতে হয়তো অভিমান করে তিনি আত্মহত্যা করেন।

বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক এনামুল হক ভুঁইয়া জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে আসার পর বিস্তারিত বলা যাবে।

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।