ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মেঘনা থেকে বালু উত্তোলনই ধনাগোদা বাঁধ ভাঙার কারণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২০
মেঘনা থেকে বালু উত্তোলনই ধনাগোদা বাঁধ ভাঙার কারণ

চাঁদপুর: চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল এমপি বলেছেন, মেঘনা নদী থেকে বালু উত্তোলন করার কারণে ‘মেঘনা ধনাগোদা সেচ প্রকল্প’ এর বাঁধে ভাঙন দেখা দিয়েছে।

এর আগে, গত ১৫ বছরে আর দুইবার ভাঙন দেখা দেয়।

আমি নির্বাচিত হওয়ার পরে ধনাগোদা বাঁধ এলাকায় বালু উত্তোলন বন্ধ করলেও আগে বালু উত্তোলন করার জের এখন দেখা দিয়েছে। বাঁধের মেঘনা নদী এলাকার প্রায় ১৫-২০টি পয়েন্টে ভাঙনের ঝুঁকি রয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে জেলার মতলব উত্তর উপজেলার মেঘনা ধনাগোদা বেড়িবাঁধের ফরাজিকান্দি জনতাবাজার সংলগ্ন এলাকায় ভাঙন পরিদর্শনকালে সাংবাদকিদের তিনি এ কথা বলেন।

এমপি বলেন, বাঁধ রক্ষায় ইতোমধ্যে আমি দু’টি পৃথক ডিপিপি দিয়েছি। সেগুলো এখনো অনুমোদন হয়নি। তবে এখন যেহেতু ভাঙন দেখা দিয়েছে এবং গণমাধ্যমে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্টদের দৃষ্টিগোচর হয়েছে, আশকরি দ্রুত স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন- পানি উন্নয়ন বোর্ডের এডিজি কাজী তোফায়েল আহম্মেদ, পানি উন্নয়ন বোর্ড কুমিল্লার চিফ ইঞ্জিনিয়ার জহির উদ্দিন আহমেদ, মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।