ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২০
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫২ ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

শনিবার দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গ্রেফতারকৃত আসামিরা মাদক বিক্রি ও সেবনের সঙ্গে জড়িত। অভিযানের সময় তাদের কাছ থেকে এক হাজার ২১৬ পিস ইয়াবা, ১১২ গ্রাম হেরোইন, ২৭ কেজি ৬৬০ গ্রাম গাঁজা, ৫৪ বোতল ফেনসিডিল, এক বোতল বিদেশি মদ, ২৪ ক্যান বিয়ার ও নয়টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ডিএমপির সংশ্লিষ্ট বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওয়ালিদ হোসেন।

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২০
এসজেএ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad