ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাভারে বাস খাদে পড়ে আহত ১৫

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২০
সাভারে বাস খাদে পড়ে আহত ১৫ খাদে পড়া বাস। ছবি: বাংলানিউজ

সাভার (ঢাকা): সাভারে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়াপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত বাসযাত্রীরা জানান, সকালে নীলাচল পরিবহন নামে একটি বাস শনির আখড়া থেকে সাভারে আসছিলো। পথে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়াপুর বাসস্ট্যান্ড পার হলে একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে ধাক্কা লাগে। এসময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে বাসের চালকসহ অন্তত ১৫ জন আহত হয়। যাত্রীদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের রাজধানীর পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই) হাসানুজ্জামান হায়দার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের উদ্ধার করে হাসাপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও রাজধানীর পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া বর্তমানে সড়কটিতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।