ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চাঁদপুর মেঘনা-ধনাগোদা বাঁধের ২শ’ মিটারে ভাঙন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২০
চাঁদপুর মেঘনা-ধনাগোদা বাঁধের ২শ’ মিটারে ভাঙন বেড়িবাঁধে ভাঙন। ছবি: বাংলানিউজ

চাঁদপুর: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বেড়িবাঁধের ২শ মিটার এলাকাজুড়ে ভাঙন দেখা দিয়েছে। চলতি মাসে মেঘনা নদীর পানি কম থাকলেও শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে পানি বেড়ে যায়।

ফলে রাত ৯টার দিকে বেড়িবাঁধের ফরাজিকান্দি জনতাবাজার সংলগ্ন এলাকায় বাঁধ হঠাৎ নিচের দিকে দেবে যায়। বর্তমানে মেঘনা নদীর পানি বিপৎসীমার ৪.০৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকেই বাঁধ রক্ষায় কাজ করছেন পানি উন্নয়ন বোর্ডের নিয়োজিত শ্রমিকরা। খবর পেয়ে স্থানীয় প্রশাসনের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দুপুরে স্থানীয় সংসদ সদস্যের ঘটনাস্থল পরিদর্শন করার কথা রয়েছে।

মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প পানি ফেডারেশনের সাধারণ সম্পাদক সরকার আলাউদ্দিন বাংলানিউজকে বলেন, শুক্রবার রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার ফরাজিকান্দি ইউনিয়নের জনতা বাজার সংলগ্ন কাচারীকান্দি এলাকা দিয়ে মেঘনা নদী লাগোয়া মূল বাধে ভাঙন দেখা দেয়। অল্প সময়ের মধ্যে নদী তীরবর্তী অংশের ২০০ মিটার অঞ্চল ভেঙে নদীতে বিলীন হতে থাকে। পানি বাড়ার কারণে ভাঙন ক্রমশ  বাড়তে থাকে এবং অল্প সময়ের মধ্যেই বাঁধের ব্যাপক অংশ ভেঙে যায়।  

তিনি আরো বলেন, ভাঙনের খবর ছড়িয়ে পড়লে অল্প সময়ের মধ্যে সহস্রাধিক লোকজনের সমাগম ঘটে। কয়েক শতাধিক যুবক নিজ উদ্যোগে জনতা বাজার, চরমাছুয়া এলাকায় বাঁধ রক্ষার কাজে প্রস্তুত করে রাখা কয়েক সহস্রাধিক জিও ব্যাগ এনে বাঁধ রক্ষার কাজে নেমে পড়েন এবং অস্থায়ীভাবে বাঁধ রক্ষায় চেষ্টা চালান।

পানি উন্নয়ন বোর্ড চাঁদপুরের আওতাধীন মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বাংলানিউজকে বলেন, হঠাৎ করেই বেড়িবাঁধে এ ভাঙন দেখা দিয়েছে। তবে ভাঙন এলাকায় পানি প্রবাহ বিপৎসীমার নিচে রয়েছে। বিষয়টি তাৎক্ষণিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। সকাল থেকে বাঁধ রক্ষায় শ্রমিকরা কাজ করছে। আমাদের সব কর্মকর্তা এখন ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।