ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

গাজীপুরে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকাবাইচ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২০
গাজীপুরে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকাবাইচ

গাজীপুর: গাজীপুরের তুরাগ নদে অনুষ্ঠিত হলো আবহমান বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুর সদর উপজেলার পিরুজালী এলাকাবাসী এ নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য মো. ইকবাল হোসেন সবুজ। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, নেতা-কর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

গত কয়েক বছর ধরেই গাজীপুরের বিভিন্ন অঞ্চলে প্রায় আয়োজন করা হয় নৌকাবাইচ প্রতিযোগিতা। কোথাও নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হলে দূরদূরান্ত থেকে ছুটে আসে সব বয়সী হাজার হাজার মানুষ। নৌকাবাইচ ঘিরে মানুষের মধ্যে যেন উৎসবের আমেজ বিরাজ করে।  

পিরুজালী এলাকার বাসিন্দা বিপুল সরকার বলেন, গ্রাম-বাংলার ঐতিহ্য আমাদের ধরে রাখা উচিত। তাই প্রতি বছরই এই নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করার দাবি জানাচ্ছি। নৌকাবাইচ সবারই পছন্দের এবং খুব জনপ্রিয়।  

গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য মো. ইকবাল হোসেন সবুজ বলেন, নৌকাবাইচ বাংলাদেশের ঐতিহ্যের একটি অংশ। এই নৌকাবাইচের মধ্য দিয়ে আমাদের ঐতিহ্যকে ধরে রাখা।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২০ 
আরএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।