ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

প্রত্যন্ত দ্বীপ ইউনিয়ন গাবুরায় নৌকাতেই সন্তান প্রসব

ডি‌স্ট্রিক্ট ক‌রেসপ‌ন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২০
প্রত্যন্ত দ্বীপ ইউনিয়ন গাবুরায় নৌকাতেই সন্তান প্রসব

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগ‌রের দ্বীপ ইউ‌নিয়ন গাবুরায় নদী পার হওয়ার সময় নৌকাতেই সন্তান প্রসব করলেন শা‌মিমা খাতুন (১৮) না‌মে এক নারী।

শুক্রবার (১৮ সে‌প্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খোল‌পেটুয়া নদী‌তে এ ঘটনা ঘটে।

পরে ওই প্রসূতিকে নদীর চরে রেখে সুস্থ করা হয়।

উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সোরা গ্রামের কাশেম গাজী জানান, শুক্রবার বিকেলে তার মেয়ে শামিমা খাতুনের (১৮) প্রসব বেদনা শুরু হয়। এসময় স্থানীয় ধাত্রীকে ডাকা হয়। তিনি চেষ্টা করেও সন্তান প্রসব করাতে না পেরে হাসাপাতালে নেওয়ার পরামর্শ দেন। গাবুরা থেকে উপজেলা সদরে যাওয়ার একমাত্র মাধ্যম নদীপথ। বিকল্প উপায় না থাকায় নৌকা ভাড়া করে উপজেলা সদরের হাসপাতালে যাওয়ার পথে নৌকার মধ্যেই শা‌মিমা সন্তান প্রসব করেন।  

পরে তাকে পার্শ্ববর্তী বুড়িগোয়ালিনী নামক স্থানে নদীর চরে রেখে কিছুটা সুস্থ করা হয়। রাতে দুর্গম এলাকায় অ্যাম্বুলেন্স না যাওয়ায় নবজাতকসহ প্রসূতিকে হাসপাতালে না নিয়ে নৌকাযোগে গ্রামে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়।

গাবুরা ইউ‌পি চেয়ারম্যান জিএম মাসুদুল আলম জানান, নবজাতক ও মা দু’জ‌নেই ভালো আছেন।  

বাংলাদেশ সময়: ০৪৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২০
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।