ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পরীক্ষামূলক চলাচল শেষে ফের বন্ধ ফেরি পারাপার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২০
পরীক্ষামূলক চলাচল শেষে ফের বন্ধ ফেরি পারাপার  শিমুলিয়া ঘাট। ফাইল ছবি

মুন্সিগঞ্জ: শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে পরীক্ষামূলক দুইটি ফেরি লৌহজং চ্যানেল দিয়ে চলা শেষে বন্ধ রাখা হয়েছে ফেরি পারাপার।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে যায় কাকলি ফেরিটি।

 

এরপর মাদারীপুরের কাঁঠালবাড়ী ঘাট থেকে যানবাহন নিয়ে ক্যামেলিয়া ও কাকলি ফেরিটি শিমুলিয়ায় এসে পৌঁছায়। স্বাভাবিক সময়ের মধ্যেই দুইটি ফেরি চলতে পেরেছে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)।  

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান বাংলানিউজকে জানান, বিকেল ৩টা ২০ মিনিটের দিকে শিমুলিয়ার তিন নম্বর রো রো ফেরিঘাট থেকে কাকলি ফেরিটি শুধু পাঁচটি পণ্যবাহী ট্রাক নিয়ে রওনা করে। এরপর কাঁঠালবাড়ী ঘাট গিয়ে পৌঁছায় বিকেল পৌনে ৫টার দিকে।  

তিনি আরও জানান, বিকেল পৌনে ৫টার দিকে শিমুলিয়াঘাট থেকে ছেড়ে আসা কাকলি ফেরিটি কাঁঠালবাড়ী ঘাটে আসে। এরপর বিকেল ৫টার দিকে পাঁচটি ট্রাক নিয়ে কাকলি ও ছয়টি ট্রাক ও কিছু হালকা যানবাহন নিয়ে ক্যামেলিয়া শিমুলিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায়। এরপর তিন নম্বর রো রো ফেরি ঘাটে কাকলি সন্ধ্যা ৬টা ও ক্যামেলিয়া সাড়ে ৬টার দিকে গিয়ে পৌঁছায়।  

মাওয়া ট্রাফিক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. হিলাল উদ্দিন বাংলানিউজকে জানান, এই রুটে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় যানবাহনের চাপ নেই। শিমুলিয়া ঘাটে পারের অপেক্ষায় আছে ১৮টি পণ্যবাহী যানবাহন।  

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।