ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গৌরনদীতে মোটরসাইকেলের ধাক্কায় শ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২০
গৌরনদীতে মোটরসাইকেলের ধাক্কায় শ্রমিকের মৃত্যু

বরিশাল: বরিশাল-ঢাকা মহাসড়কে গৌরনদী উপজেলায় বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় সুমন দালাল (৫২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।

সুমন গৌরনদী উপজেলার বাঘমারা গ্রামের মিয়াজ উদ্দিন দালালের ছেলে ও টরকি বন্দরের শ্রমিক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সুমন প্রতিদিনের মতো সকালে কাজের যাওয়ার জন্য নিজ বাড়ি থেকে পায়ে হেঁটে টরকি বন্দরের উদ্দেশ্যে রওয়ানা দেন। গৌরনদী উপজেলার বার্থী তারা মন্দির এলাকা অতিক্রম করার সময় বেপরোয়া গতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের চালক ফয়সাল হোসেন ও সুমন গুরুত্বর আহত হন। পরে স্থানীয় লোকজন দু’জনকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ফয়সাল হাসপাতালে চিকিৎসাধীন।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, এ ঘটনায় থানায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পুলিশ দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটিকে জব্দ করা হয়েছে।

বাংলা‌দেশ সময়: ২০০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২০
এমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।