ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

নদী শাসনের প্রকল্প হাতে নিয়েছে সরকার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২০
নদী শাসনের প্রকল্প হাতে নিয়েছে সরকার বক্তব্য রাখছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক

লক্ষ্মীপুর: পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক বলেছেন, সরকারের পক্ষ থেকে নদী ভাঙন প্রতিরোধে চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। সরকারের আন্তরিক প্রচেষ্টায় জরুরি ভিত্তিতে দেশের বিভিন্ন স্থানে কাজ অব্যাহত রয়েছে।

নদী শাসনের প্রকল্প হাতে নিয়েছে সরকার।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার ফলকন লুধুয়া বাঘার হাট মেঘনা নদী ভাঙন এলাকা পরিদর্শন শেষে সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী সবসময় প্রতিশ্রুতি বাস্তবায়নের চেষ্টা করেন। অতিদ্রুত কমলনগর-রামগতিতে মেঘনা নদীর ভাঙন রোধে প্রকল্প বাস্তবায়ন করা হবে।  

কমলনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম নুরুল আমিন মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য ও বিকল্পধারা মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান।  

সভায় আরও উপস্থিত ছিলেন- পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মাহফুজুর রহমান, লক্ষ্মীপুর জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান, কমলনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী, কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মোবারক হোসেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আবদুজ জাহের সাজু, বিকল্পধারার সভাপতি মোহাম্মদ উল্যা মিয়া, সাধারণ সম্পাদক মো. ছিদ্দিক উল্যাহ মিঞা ও যুবলীগ নেতা আবুল বাছেত।

কমলনগর পথসভা শেষে রামগতির সোনালী গ্রাম, বালুরচর ও চর আলগী এলাকার মেঘনা নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন প্রতিমন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২০
এসআর/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।