ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুকুল আর নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২০
উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুকুল আর নেই হামিদুল হক মুকুল

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবিএম হামিদুল হক মুকুল মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১টার দিকে ঢাকার শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি বেশ কিছুদিন ধরে কিডনিসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার প্রতিষ্ঠিত সুরঙ্গম শিল্পীগোষ্ঠী জেলায় সংস্কৃতিচর্চা বিকাশে অবদান রেখে আসছে।

কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের কাজিহাটি গ্রামের সন্তান এবিএম হামিদুল হক মুকুল দীর্ঘদিন ধরে কিশোরগঞ্জের সামাজিক-সাংস্কৃতিক কার্যক্রমে সক্রিয় ছিলেন। তিনি কৃষি বিভাগের করিমগঞ্জ উপজেলায় উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।  

তার মৃত্যুতে কিশোরগঞ্জের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।  

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২০
এসআই 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad