ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মাগুরায় বাস খাদে পড়ে চার জন নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২০
মাগুরায় বাস খাদে পড়ে চার জন নিহত  দুর্ঘটনাকবলিত বাস। ছবি: বাংলানিউজ

মাগুরা: মাগুরা-যশোর মহাসড়কের মঘি এলাকায় যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে চার জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ৩০ বাসযাত্রী।

শুক্রবার (১৮ সেপ্টম্ববর) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

...ঘটনার সত্যতা নিশ্চিত করে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন বাংলানিউজকে জানান, বরিশাল থেকে চাকলাদার পরিবহনের একটি বাস যশোর যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চার জনের মৃত্যু হয়।  

তিনি আরও জানান, যাত্রীবাহী বাসটি এখনো খাদে পড়ে আছে। যশোর ও মাগুরা দমকল বাহিনীর সদস্যরা উদ্ধার কাজ চালাচ্ছে। তবে মৃতের সংখ্যা বাড়তে পারে। দুর্ঘটনার কারণে যশোর-খুলনা মহাসড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২০/আপডেট: ১৬৫২ ঘণ্টা
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad