ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

যমুনায় বাড়ছে পানি, তলিয়ে যাচ্ছে আমন বীজতলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২০
যমুনায় বাড়ছে পানি, তলিয়ে যাচ্ছে আমন বীজতলা যমুনার পানি বেড়ে নিম্নাঞ্চলের ফসলি জমি তলিয়ে যাচ্ছে। ছবি: বাংলানিউজ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় দ্রুত গতিতে যমুনার পানি বাড়তে থাকায় নিম্নাঞ্চল প্লাবিত হয়ে তলিয়ে যাচ্ছে ফসলি জমি। দফায় দফায় বন্যার ক্ষতি পুষিয়ে নিতে সরকারের দেওয়া কৃষি প্রণোদনার ধানের চারাও তলিয়ে নষ্ট হয়ে যাচ্ছে।

 

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে খোঁজ নিয়ে জানা গেছে, যমুনার পানি বাড়ার ফলে কাজিপুরে যমুনা অধ্যুষিত তেকানি, চর গিরিশ, নিশ্চিন্তপুর, মাইজবাড়ী, শুভগাছা, খাস রাজবাড়ী ও নাটুয়ারপাড়া ইউনিয়নের নিম্নাঞ্চলগুলোতে পানি ঢুকতে শুরু করেছে।  

গত ২৪ ঘণ্টায় প্রায় ৮৯ হেক্টর জমির রোপা আমনসহ উঠতি ফসল পানিতে তলিয়ে গেছে বলে কৃষি বিভাগ সূত্রে জানা গেছে। আশঙ্কাজনকহারে পানি বাড়তে থাকায় আবারও আতঙ্কের মধ্যে রয়েছে কৃষক। এভাবে পানি বাড়তে থাকলে চরাঞ্চলের প্রায় ৮০ ভাগ রোপা আমন ধান পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।  
 
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সিরাজগঞ্জের উপ-বিভাগীয় প্রকৌশলী একেএম রফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, কাজিপুর পয়েন্টে যমুনার পানি দ্রুত গতিতে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ২৮ সেন্টিমিটার বেড়ে বর্তমানে বিপৎসীমার মাত্র ৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আরও ৪৮ ঘণ্টা পানি অব্যাহতভাবে বাড়তে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।  

উপজেলা কৃষি বিভাগ জানায়, দফায় দফায় কাজিপুরে আউশ এবং রোপা আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। কয়েক ৬১০ হেক্টর জমির আউশ ও ৪৭৫ হেক্টর জমির রোপা আমনের বীজতলা ক্ষতিগ্রস্থ হয়েছে। এসব ক্ষতি পুষিয়ে নিতে সরকারের পক্ষ থেকে প্রণোদনা হিসেবে ৯শ কৃষককে বীজ দেয় উপজেলা কৃষি বিভাগ।  

কাজিপুর উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম বাংলানিউজকে জানান, কৃষকরা বীজতলায় এরই মধ্যে চারা উৎপাদন করেছেন। কিন্তু হঠাৎ আবারও যমুনায় পানি বেড়ে যাওয়ায় অনেকের বীজতলা তলিয়ে যাচ্ছে। তবে আমরা প্রাকৃতিক এ দুর্যোগ মোকাবিলায় তৈরি রয়েছি।  

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।