ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

না’গঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিস্ত্রির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২০
না’গঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিস্ত্রির মৃত্যু ছবি: প্রতীকী

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনির হোসেন (৬০) নামে এক মিস্ত্রির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন সোলাইমান হোসেন নামে আরও একজন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ২ নম্বর বাবুরাইল এলাকার বায়তুল ফালাহ জামে মসজিদের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে। মনির মুন্সিগঞ্জ এলাকার আব্দুল মাজিদের ছেলে। তিনি মসজিদের পাশে একটি বাসায় ভাড়ায় বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, বাইতুল ফালাহ জামে মসজিদে অজুখানায় পানি আসছিল না। তখন মিস্ত্রি মনির পানির ট্যাংকির উপর দাঁড়িয়ে একটি রড দিয়ে পাইপ পরিষ্কার করছিলেন। এসময় পাশেই দাঁড়িয়ে ছিলেন মসজিদের মুয়াজ্জিন সোলাইমান। তখন রডের বিপরীত দিকটি মসজিদের উপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক সঞ্চালন লাইনের সঙ্গে লেগে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিস্ত্রি মনির নিচে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মুয়াজ্জিন আহত হলে তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।

তিনি আরও জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২০
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।