ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

দুর্গাপূজায় ৩ দিনের ছুটি দাবি

স্টাফ করেসপন্ডন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২০
দুর্গাপূজায় ৩ দিনের ছুটি দাবি

ঢাকা: দ‍ুর্গাপূজায় তিনদিনের সরকারি ছুটির দাবি জানিয়েছেন ঢাকা জেলা জাতীয় হিন্দু মহাজোটের নেতারা।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে এ দাবি জানান তারা।

হিন্দু মহাজোটের ঢাকা জেলা সভাপতি অ্যাডভোকেট উজ্জল কুমারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক গোপাল পাল, যুগ্ম সাধারণ সম্পাদক তপন বর্মণ, সাংগঠনিক সম্পাদক সুজন সরকার, দপ্তর সম্পাদক সুমন কর্মকার প্রমুখ।

বক্তারা বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব। দুর্গাপূজায় ৫ দিনের আনুষ্ঠানিকতা থাকলেও সরকারিভাবে ছুটি মাত্র একদিন। ফলে কারও পক্ষে ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করা সম্ভব হয় না। তাই দুর্গাপূজায় তিনদিনের সরকারি ছুটি আমাদের প্রাণের দাবি। এবারের পূজা থেকেই তিনদিনের ছুটি কার্যকরের দাবি করছি।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২০
আরকেআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।