ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নিয়ন্ত্রণে বনানীর বহুতল ভবনের আগুন

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২০
নিয়ন্ত্রণে বনানীর বহুতল ভবনের আগুন

ঢাকা: রাজধানীর বনানী চেয়ারম্যানবাড়ি এলাকার একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের ৫ টি ইউনিটের চেষ্টায় প্রায় পৌনে এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দিনগত রাত ১২ টা ৩৭ মিনিটে বনানী ৩ নম্বর রোডের ১২ নম্বর বাড়িতে এ অগ্নিকাণ্ডেরর ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার নজরুল ইসলাম জানান, একটি ছয়তলা আবাসিক ভবনের ৫ম তলার দুটি কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট ঘটনাস্থলে কাজ করে রাত ১ টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান জানাতে পারেননি তিনি।

বাংলাদেশ সময়: ০১৪০ ঘণ্টা, সেপ্টেম্ব ১৮, ২০২০
পিএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।