ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঢাকায় আসছেন এরদোগান

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২০
ঢাকায় আসছেন এরদোগান রিসেপ তাইয়্যেপ এরদোগান

ঢাকা: কোভিড-১৯ অবসানের পর দ্রুততম সময়ে ঢাকায় নব-নির্মিত তুরস্কের দূতাবাস ভবন উদ্বোধনের প্রাক্কালে প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান বাংলাদেশ ভ্রমণে আশা প্রকাশ করেছেন।  

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে এক বৈঠকে তিনি এ আশা প্রকাশ করেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।  

বৈঠকে আগামী বছরের গোড়ার দিকে ঢাকায় অনুষ্ঠিতব্য ডি-৮ শীর্ষ সম্মেলনে তুরস্কের রাষ্ট্রপতি ও বর্তমান চেয়ার রিসেপ তাইয়্যেপ এরদোগান যোগদানের বিষয়েও সম্মতি জ্ঞাপন করেছেন।

উল্লেখ্য, বুধবার তুরস্কে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন সেদেশের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।

বাংলাদেশ সময়: ০২২২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২০
টিআর/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।