ঢাকা: অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ক্যাবল অপসারণ এবং এডিস মশার প্রজননস্থল শনাক্তকরণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) পরিচালিত অভিযানে মোট সাত মামলা দায়ের, ৭০ হাজার টাকা জরিমানা আদায় এবং দু'জনকে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দিনব্যাপী পৃথক পৃথক ডিএনসিসির তিনটি ভ্রাম্যমাণ আদালত এ মামলা এবং জরিমানা আদায় করেন।
রাজধানীর সেগুনবাগিচা, দুদক কার্যালয় ও হিসাব রক্ষণ অফিসে সামনে অবৈধভাবে রাস্তা দখল করে কার রিপেয়ারিং করার অপরাধে দু’টি প্রতিষ্ঠানকে ১০ হাজার করে ২০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।
গুলিস্তান এলাকায় ফুটপাতে অস্থায়ী ও অবৈধ দোকান উচ্ছেদকালে সরকারি কাজে বাধা নেওয়ার অভিযোগে সোহেল ও ফরহাদ নামের দুই ব্যক্তিকে ১০ দিন করে জেল দেওয়া হয়। এছাড়া নগর ভবন পেছন থেকে চানখারপুল পর্যন্ত সাতটি ইলেকট্রিক পোল থেকে অবৈধ ক্যাবল অপসারণ করেন। একইসঙ্গে ৫টি স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়ায় ৫টি মামলা দায়ের এবং মোট ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২০
আরকেআর/ওএইচ/