ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশেষ সেবা সপ্তাহ পালন করবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
আগামী ২০ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত এ সেবা সপ্তাহ পালন করা হবে।
বিআরটিএ জানায়, সেবা সপ্তাহ উপলক্ষে অনলাইনে মিলবে বিআরটিএ'র শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স। এছাড়াও সেবা সপ্তাহ চলাকালে অনলাইনে শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স প্রদান ও অনলাইনে মোটরসাইকেল রেজিস্ট্রেশন প্রদান করা হবে।
এসব বিশেষ সেবাসমূহ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সকল সার্কেল অফিসে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নেওয়া যাবে বলেও জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২০
টিএম/এমএমএস