ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

জাতীয়

অ্যাসিড নিয়ন্ত্রণ আইনের যথাযথ বাস্তবায়ন দাবি মহিলা পরিষদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৩১, সেপ্টেম্বর ১৬, ২০২০
অ্যাসিড নিয়ন্ত্রণ আইনের যথাযথ বাস্তবায়ন দাবি মহিলা পরিষদের ...

ঢাকা: অ্যাসিড জাতীয় দ্রব্যের অপব্যবহার রোধে এবং এই দ্রব্যের অপপ্রয়োগকারীদের শাস্তির লক্ষ্যে এসিড নিয়ন্ত্রণ আইন, ২০০২ (সংশোধনী ২০১০) এর যথাযথ বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে পরিষদ এ দাবি জানায়।

 

বিবৃতিতে স্বাক্ষর করেন বাংলাদেশ মহিলা পরিষদ ভারপ্রাপ্ত সভাপতি ডা. ফওজিয়া মোসলেম এবং সাধারণ সম্পাদক মালেকা বানু।

বিবৃতিতে বলা হয়, সম্প্রতি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গোলাপনগর গ্রামে সাবেক স্বামীর এসিড নিক্ষেপে মা ও মেয়ে দগ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। এ ধরনের বর্বর, নৈরাজ্যজনক সহিংসতার ঘটনার পুনরাবৃত্তি প্রতিরোধে আশুকার্যকর পদক্ষেপ নেওয়া উচিত। একই সঙ্গে অ্যাসিড জাতীয় দ্রব্যের অপব্যবহার রোধে এবং এই দ্রব্যের অপপ্রয়োগকারীদের শাস্তির লক্ষ্যে অ্যাসিড নিয়ন্ত্রণ আইন, ২০০২ (সংশোধনী ২০১০) এর যথাযথ বাস্তবায়ন এখন সময়ের দাবি।

বিবৃতিতে অ্যাসিডে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সুচিকিৎসাসহ তাদের আইনগত সহায়তা দেওয়া এবং এমন সহিংসতার ঘটনা প্রতিরোধে সরকার ও প্রশাসনের বিশেষ দৃষ্টি আকর্ষণ করা হয়।

বাংলাদেশ সময়: ০৫৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২০
এইচএমএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।