ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

যুক্তরাষ্ট্রের আইপিএস চীনের বিআরআইয়ের প্রতিপক্ষ নয়

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২০
যুক্তরাষ্ট্রের আইপিএস চীনের বিআরআইয়ের প্রতিপক্ষ নয়

ঢাকা: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ল্যরা স্টোন বলেছেন, যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি (আইপিএস) চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআই) প্রতিপক্ষ নয়।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে এক অনলাইন ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর অনলাইনে এ ব্রিফিংয়ের আয়োজন করে।

ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ল্যরা স্টোন বলেন, যুক্তরাষ্ট্রের আইপিএস চীনের বিআরআইর বিরুদ্ধে কোনো কর্মসূচি নয়। আইপিএস যুক্তরাষ্ট্রের নিজস্ব একটি পলিসি। ইন্দো প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর মধ্যে অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ, নিরাপত্তা ইত্যাদি জোরদারে যুক্তরাষ্ট্র আইপিএস কর্মসূচি নিয়েছে বলে জানান তিনি।

ব্রিফিংয়ে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন জোয়ান ওয়াগনার এক প্রশ্নের উত্তরে বলেন, যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশ ছোট দেশ নয়। বাংলাদেশ জনসংখ্যায় বিশ্বের অষ্টম বৃহত্তম দেশ। এখানে যুক্তরাষ্ট্রের অনেক বৃহত্তর কোম্পানির বিনিয়োগও রয়েছে। যেমন শেভরন, কোকাকোলা ইত্যাদি।

অপর এক প্রশ্নের উত্তরে জোয়ান ওয়াগনার বলেন, রোহিঙ্গাদের নিরাপদে নিজ দেশে ফেরাতে চায় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র এক্ষেত্রে বাংলাদেশের পাশে রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২০
টিআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।