ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শিবচরে ৪টি ক্লিনিককে ৭০ হাজার টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২০
শিবচরে ৪টি ক্লিনিককে ৭০ হাজার টাকা জরিমানা প্রতীকী ছবি

মাদারীপুর: মাদারীপুর জেলার শিবচরে ৪টি ক্লিনিকে অভিযান চালিয়ে ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাদারীপুরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এসময় লাইসেন্স ও সেবার মূল্য তালিকা সঠিক না থাকায় ৪টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে এ জরিমানা করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুপুরে শিবচর পৌর বাজারে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় লাইসেন্স ও সেবাসমূহের মূল্য তালিকা না থাকায় অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার, নিউ মর্ডান ডায়াগনস্টিক সেন্টার, শিবচর স্কয়ার ডায়াগনস্টিক সেন্টার ও খান ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাদারীপুরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস জানান, লাইসেন্স ও সেবার মূল্য তালিকা না থাকাসহ নানা অসঙ্গতির কারণে তাদের জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ