ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কুষ্টিয়ায় এনআইডি জালিয়াতির মূল হোতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২০
কুষ্টিয়ায় এনআইডি জালিয়াতির মূল হোতা আটক মহিবুল ইসলাম

কুষ্টিয়া: কুষ্টিয়ায় জাতীয় পরিচয়পত্র জালিয়াতি করে জমি রেজিস্ট্রেশনের ঘটনায় মূলহোতা এবং জমি ক্রয়ের বিনিয়োগকারী মহিবুল ইসলামকে আটক করেছে পুলিশ।

রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত।

আটক মহিবুল ইসলাম কুষ্টিয়া সদরের বড়বাজার এলাকার হাজী মোহাম্মদ আলীর ছেলে। মহিবুল ইসলাম জাতীয় পরিচয়পত্র জালিয়াতি করে জমি রেজিস্ট্রেশনের এ চক্রের বিনিয়োগকারী।

কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত জানান, জাতীয় পরিচয়পত্র জালিয়াতি করে জমি রেজিস্ট্রেশনের এ চক্রের মূল বিনিয়োগকারী বড়বাজারের ব্যবসায়ী মহিবুল ইসলামকে রোববার বিকেল ৪টার দিকে শহরের এনএস রোডের একটি দোকানের সামনে থেকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল।

এর আগে জমি ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত ও জাতীয় পরিচয়পত্র জালিয়াতির ঘটনায় ছয় জনকে আটক করে পুলিশ।

উল্লেখ্য, শহরের এন এস রোডের বাসিন্দা এম এম এ ওয়াদুদের প্রায় ১০০ কোটি টাকা মূল্যের সম্পত্তি বিক্রির চেষ্টা করে প্রতারক চক্র। এই ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেখসহ ১০/১২ অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেন।

** কুষ্টিয়ায় এনআইডি জালিয়াতি মামলায় তিন আসামি রিমান্ডে
** এনআইডি জালিয়াতি করে জমি বেচা-কেনার অভিযোগে যুবলীগ নেতাসহ গ্রেফতার ৬

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২০ 
আরএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ