ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাগেরহাটে হরিণের মাংসসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২০
বাগেরহাটে হরিণের মাংসসহ আটক ১ জব্দ করা মাংস ও আটক ব্যক্তি। ছবি: বাংলানিউজ

বাগেরহাট: বাগেরহাটের মোংলায় হরিণের মাংসসহ বাচ্চু হাওলাদার (৪০) নামে এক পাচারকারীকে আটক করেছে পুলিশ।  

শুক্রবার (১১ সেপ্টটেম্বর) দিনগত রাত সাড়ে ১১টার দিকে পৌর শহরের শেহলাবুনিয়া এলাকা থেকে ওই পাচারকারীকে আটক করা হয়।

এসময় তার কাছ থেকে ১০ কেজি হরিণের মাংস উদ্ধার করে পুলিশ।  

বাচ্চু মোংলা পৌর শহরের কুমারখালী এলাকার জনৈক দেলোয়ার হোসেনের বাড়ীর ভাড়াটিয়া এবং বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার তেলিখালী গ্রামের মো. মজনু হাওলাদারের ছেলে।  

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শেহলাবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে শেহলাবুনিয়ার রামপাল স্টোরের সামনে থেকে ১০ কেজি হরিণের মাংসসহ পাচারকারী বাচ্চু হাওলাদার আটক করা হয়। এসময় তার কাছে থাকা একটি ব্যাগে হরিণের মাংস ছাড়াও মাথা এবং পা জব্দ করা হয়।  

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২০
আরএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।