ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শার্শার শালকোনা সীমান্ত থেকে ২৪ কেজি গাঁজাসহ আটক ৩

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২০
শার্শার শালকোনা সীমান্ত থেকে ২৪ কেজি গাঁজাসহ আটক ৩ আটকরা। ছবি: বাংলানিউজ

বেনাপোল (যশোর): যশোরের শার্শা উপজেলার শালকোনা সীমান্ত থেকে ২৪ কেজি গাঁজাসহ তিন মাদকবিক্রেতাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বুধবার (৯ সেপ্টেম্বর) ভোর রাতে উপজেলার শালকোনা সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

এরা হলেন- মেহেদী হাসান (১৯), রিয়াদ হোসেন (২২) ও সবুজ হোসেন (২৮)। তাদের সবার বাড়ি উপজেলার শালকোনা গ্রামে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন দীর্ঘদিন ধরে কতিপয় মাদকবিক্রেতারা বিভিন্ন কৌশলে ভারত থেকে মাদক এনে বাংলাদেশের বিভিন্ন এলাকায় নিয়ে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়। পরে ৯ সেপ্টেম্বর ভোর রাতে শার্শার শালকোনা সীমান্তে অভিযান চালিয়ে তিন জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২৪ কেজি গাঁজা জব্দ করা হয়।

যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হবে। জব্দকৃত গাঁজার সিজার মূল্য ৮৪ হাজার টাকা বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।