ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

অপরাধ ট্রাইব্যুনাল: তদন্ত সংস্থার দায়িত্ব নিচ্ছেন অতিরিক্ত আইজিপি ফণীভূষণ

জাকিয়া আহমেদ, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১০
অপরাধ ট্রাইব্যুনাল: তদন্ত সংস্থার দায়িত্ব নিচ্ছেন অতিরিক্ত আইজিপি ফণীভূষণ

ঢাকা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দলের জ্যেষ্ঠ সমন্বয়কের পদ সৃষ্টি এবং এ পদে পুলিশে কর্মরত একজন অতিরিক্ত আইজি পদমর্যাদার কর্মকর্তাকে নিয়োগের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার।

নতুন এ পদে অতিরিক্ত আইজি ফণীভূষণ চৌধুরীকে নিয়োগের বিষয়টি এখন চূড়ান্ত প্রায়।

এ পদে নিয়োগে তার সম্মতিও পাওয়া গেছে।

আইন মন্ত্রণালয়ের একটি পদস্থ সূত্র রোববার রাতে বাংলানিউজকে এ মর্মে নিশ্চিত করেন যে, তদন্ত সংস্থায় তাঁর পদটি হবে জ্যেষ্ঠ সমন্বয়কের। আন্তর্জাতিক অপরাধ আইনের সঙ্গে সঙ্গতি রেখে পদটি সৃষ্টি করা হচ্ছে।

সম্প্রতি আইজি পদে র‌্যাবের মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকারকে নিয়োগের ঘোষণার পর ফণীভূষণ চৌধুরী ছুটির আবেদন করেন। এর আগে এ পদে নিয়োগের কথা বলে তাকে জাতিসংঘ সদর দপ্তর থেকে দেশে ফিরিয়ে আনা হয়।

উল্লেখ্য, ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে কোথাও প্রধান তদন্ত কর্মকর্তার পদের উল্লেখ নেই। তাই তদন্তের বিষয়টিকে অধিকতর গুরুত্ব দেওয়ার জন্যই জ্যেষ্ঠ সমন্বয়কের পদ সৃষ্টির বিষয়টি বিবেচনায় নেয় সরকার।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, ১২ সেপ্টেম্বর, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।