ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ইউএনওর ওপর হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২০
ইউএনওর ওপর হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন মানববন্ধন। ছবি: বাংলানিউজ

নওগাঁ: ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলার প্রতিবাদ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নওগাঁয় মানববন্ধন হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে ওয়াহিদার জন্মস্থান মহাদেবপুরে স্থানীয়রা এ মানববন্ধন করেন।

মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, ইউএনওর ওপর হামলার ঘটনায় কয়েকজন গ্রেফতার হলেও সঠিক ঘটনার ধোঁয়াশা এখনো কাটেনি। কেবলমাত্র চুরির উদ্দেশ্যেই নয় বরং পরিকল্পিতভাবে হত্যা করতেই এ হামলা চালানো হয়েছে। তাই দলমতের ঊর্ধে উঠে জড়িতদের সর্বোচ্চ আইনি শাস্তি নিশ্চিতের দাবি জানানো হ।

এ সময় দেশবাসীর কাছে ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবার সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা করা হয়। ঘণ্টাব্যাপী চলা এ মানববন্ধনে ছাত্র-শিক্ষক, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেয়।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।