ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মন্দির ভাঙচুরের প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১০

ঢাকা: চট্টগ্রাম মহানগরীর গোসাইলডাঙ্গায় মন্দির ভাঙচুরের প্রতিবাদে রোববার রাতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।



বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাত সাড়ে ১১ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল থেকে বিক্ষোভ মিছিল শুরু করে রাজু ভাস্কর্যে এসে প্রতিবাদ সমাবেশ করেন।

প্রতিবাদ সমাবেশ বক্তারা বলেন, দেশে একের পর এক মন্দিরে হামলার ঘটনা ঘটছে। অথচ প্রশাসন জড়িতদের গ্রেপ্তার করছে না। একারণে মন্দিরে হামলার ঘটনা বাড়ছে।

এ ঘটনার প্রতিবাদে সোমবার রাত দশটায় মতবিনিময় সভার আহ্বান করেছে সাধারণ শিক্ষার্থীরা।

উল্লেখ্য, শনিবার রাত এগারোটার দিকে চট্টগ্রাম মহানগরীর গোসাইলডাঙ্গায় একটি মন্দিরে ভাঙচুর চালায় মদ্যপ মাসুদের নেতৃত্বে ৫-৬ জন সন্ত্রাসী। তারা কালীমন্দিরের ভেতর থাকা শিবলিঙ্গ, ঘটসহ বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করে।

বাংলাদেশ সময়: ১০১৯ ঘণ্টা, সেপ্টম্বর ১৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।