ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ইউএনওর ওপর হামলা: দুই আসামিকে আদালতে নেওয়া হচ্ছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২০
ইউএনওর ওপর হামলা: দুই আসামিকে আদালতে নেওয়া হচ্ছে আদালত চত্বর। ছবি: বাংলানিউজ

দিনাজপুর: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলার ঘটনায় গ্রেফতার রংমিস্ত্রী নবিরুল ও সান্টুকে আদালতে নেওয়া হচ্ছে।  

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় ঘোড়াঘাট থানা থেকে তাদের নিয়ে আদালতের উদ্দেশে রওনা হয় পুলিশ।

তাদের দিনাজপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হচ্ছে।  

দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিরামপুর সার্কেল) মিঠুন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, সকাল ১০টার দিকে ঘোড়াঘাট থানা থেকে ঘটনার সঙ্গে জড়িত থাকার দায় স্বীকার করা দুই আসামি রংমিস্ত্রি নবিরুল ইসলাম ও সান্টু কুমার বিশ্বাসকে নিয়ে ঘোড়াঘাট থানা থেকে জেলা আদালতের উদ্দেশে রওনা হয়েছে পুলিশ। অপর মূল আসামি আসাদুল হককে এখনো হস্তান্তর করা হয়নি।  

এদিকে দিনাজপুর আদালত চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। ঘোড়াঘাট থেকে দিনাজপুর জেলা আদালত চত্বরে পৌঁছাতে দুপুর হয়ে যাবে।  

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।