ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মসজিদে বিস্ফোরণের ঘটনায় তদন্ত কমিটি 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২০
মসজিদে বিস্ফোরণের ঘটনায় তদন্ত কমিটি  বিস্ফোরণে দগ্ধরা। ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লায় মসজিদে বিস্ফোরণের ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসক জসিম উদ্দিনের নির্দেশে এ কমিটি গঠন করা হয়।

কমিটিতে জেলা ম্যাজিস্ট্রেট খাদিজা তাহেরা ববিকে প্রধান এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) এটিএম মোশাররফ ও ফায়ার সার্ভিস, তিতাস ও বিদ্যুতের ডিডিকে সদস্য করা হয়েছে।

নারায়ণগঞ্জে জেলা প্রশাসক জসিম উদ্দিন জানান, ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ৫ কর্ম দিবসের মধ্যে ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।