ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ধামরাইয়ে সাংবাদিক জুলহাস হত্যার প্রতিবাদে মানববন্ধন

সাভার করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০২০
ধামরাইয়ে সাংবাদিক জুলহাস হত্যার প্রতিবাদে মানববন্ধন সাংবাদিক জুলহাস হত্যার প্রতিবাদে মানববন্ধন

ধামরাই (ঢাকা): ঢাকার ধামরাইয়ে ছুরিকাঘাত করে সাংবাদিক জুলহাস উদ্দিনকে (৩৫) হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকরা।

শুক্রবার (০৪ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

জুলহাস ধামরাই উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের দক্ষিণ হাতকোরা গ্রামের মৃত রইস উদ্দিনের ছেলে। তিনি বেসরকারি টেলিভিশন বিজয় টিভির ধামরাই উপজেলা প্রতিনিধি ও ধামরাই প্রেসক্লাবের সহ-সভাপতি ছিলেন।

মানববন্ধন কর্মসূচিতে সাভার-আশুলিয়া ও ধামরাইয়ের স্থানীয় সাংবাদিকরা হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি দাবি জানান।  

বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) দুপুরে ধামরাইয়ের বারবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় ছুরিকাঘাতে সাংবাদিক জুলহাসকে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া পাঁচজনের নামে মামলা দায়ের করা হয়েছে।  

# ধামরাইয়ে ছুরিকাঘাতে সাংবাদিকের মৃত্যু, আটক ২

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।