ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০২০
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর শাহবাগ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জহিরুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।  

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে ঘটে।

মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) লাইনম্যান ছিলেন।

ডিপিডিসির উপ-সহকারী প্রকৌশলী সামিউল হক জানান, আগামী ৮ সেপ্টেম্বর একটি অনুষ্ঠান আছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে। সে উপলক্ষে বিদ্যুৎ মেরামতের কাজ চলছিল ইনস্টিটিউটের ভেতরে। সকাল থেকে কাজ শুরু হয়। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন জহিরুল। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। মৃত জহিরুলের নাম ছাড়া কোনো ঠিকানা পাওয়া যায়নি। বিস্তারিত ঠিকানা জানার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০২০
এজেডএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।