ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত, এক পরিবারের ৫ জনসহ আহত ৬

আসিফ ইকবাল কাজল, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১০

ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় রোববার বিকেলে সড়ক দুর্ঘটনায় মিনারুল ইসলাম (৩০) নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন একই পরিবারের পাঁচ সদস্যসহ ছয়জন।



নিহত মিনারুল কালীগঞ্জ উপজেলার আলাইপুর গ্রামের শমসের ধনীর ছেলে।

আহতরা হচ্ছেন সুরমান, মিল্টন, আব্দুল হাই, রহমান, আব্দুল্লাহ ও রুস্তম আলী। এর মধ্যে আব্দুল হাই ও রুস্তম আলীর অবস্থা আশঙ্কাজনক। আহত আব্দুল হাই ব্যতীত বাকিরা একই পরিবারের সদস্য। আহতদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এরা সবাই সবজি নিয়ে ট্রাকে চট্টগ্রাম যাচ্ছিলেন বলে জানায় পুলিশ।

কালীগঞ্জ থানার ওসি এসএম ফারুক হোসেন বাংলানিউজকে জানান, ‘বিকেল  ৫টার দিকে উপজেলার ঝিনাইদহ-যশোর সড়কের দুলাল মুন্দিয়া নামক স্থানে চট্্রগামগামী একটি সবজিবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে গেলে ঘটনাস্থলেই নিহত হন ট্রাকযাত্রী মিনারুল ইসলাম। ’

তিনি জানান, দুর্ঘটনার পর ওই সড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। স্থানীয় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাস্তার উপর উল্টে থাকা ট্রাক অপসারণ করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

পুলিশ ট্রাকটি আটক করেছে এবং এ ব্যাপারে কালীগঞ্জ থানায় একটি মামলা হয়েছে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।