ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ময়মনসিংহে দু’দলের সংঘর্ষে নিহত ১

আব্দুল্লাহ আল মামুন, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১০

ময়মনসিংহ: ময়মনসিংহের নান্দাইল উপজেলার কানরামপুরে রোববার ঘর দখল নিয়ে দু’দলের সংঘর্ষে একজন নিহত এবং চারজন আহত হয়েছেন।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত ওসি খন্দকার জাকির হোসেন বাংলানিউজকে জানান, নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কানরামপুর বাসস্ট্যান্ডে দু’টি ঘর নিয়ে হবিনা বেগমের সঙ্গে তার তিন দেবর কালাম, নুরুউদ্দিন ও হাবিবের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

বিরোধের জের ধরে রোববার দুপুরে দু’দল সালিশে বসে। এসময় তাদের মধ্যে কথা কাটাকাটি পর সংঘর্ষ শুরু হয়। এসময় পাঁচজন আহত হন।

আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় কসিম উদ্দিন (৪০) বিকেল ৫ টার দিকে মারা যান।

নিহত কসিম উদ্দিন মোয়াজ্জেমপুর ইউনিয়নের আইন উদ্দিনের ছেলে।

এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad