ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সুনামগঞ্জ শহরে সংঘর্ষে আহত ২০

মাসুম হেলাল, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১০

সুনামগঞ্জ: ঈদ আড্ডাকে কেন্দ্র করে সুনামগঞ্জ পৌর শহরে দুই দল যুবকের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।

শনিবার রাত ১০ টায় শহরের উত্তর আরপিননগর এলাকায় যুবকরা সংর্ঘষে জড়িয়ে পড়েন।

প্রায় ২ ঘণ্টাব্যাপী সংঘর্ষ থামাতে পুলিকে মারমুখি অবস্থান নিতে হয়।

সংঘর্ষে গুরুতর আহত উত্তর আরপিননগর এলাকার আলিম উদ্দিনের ছেলে লুৎফর রহমান (২৫)কে সিলেট ওসামনী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও প্রত্যদর্শী সূত্র জানায়, পৌরশহরের প্রাণকেন্দ্রে উত্তর আরপিননগর এলাকার কিছু যুবক ঈদ উপলক্ষে রাস্তায় একটি তোরণ নির্মাণ করে সেখানে হৈ-হুল্লোড় করছিল। এ সময় একই পাড়ায় কতিপয় যুবক তাদের হৈ-হুল্লুড় করতে নিষেধ করে। এতে উভয়পক্ষের মধ্যে তর্কাতর্কির এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। প্রায় দু’ঘণ্টার সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন।

সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান বাংলানিউজকে জানান, ‘এখন পরিস্থিতি শান্ত রয়েছে। সংঘর্ষস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ