ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চট্টগ্রামে দিনেদুপুরে ৫ লাখ টাকা ছিনতাই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৪ ঘণ্টা, জুন ২৩, ২০১০

চট্টগ্রাম: চট্টগ্রামের পাহাড়তলীতে আজ বুধবার দিনেদুপুরে দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। লোকজনের চোখের সামনে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে পাঁচ লাখ টাকা নিয়ে পালিয়েছে ছিনতাইকারীরা ।


 
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চট্টগ্রামের পাহাড়তলীর কর্নেল হাট এলাকায় জনতা ব্যাংকে থেকে ব্যবসায়ী মো. মুসা পাঁচ লাখ টাকা নিয়ে বের হচ্ছিলেন। এসময় চারজন ছিনতাইকারী তাকে ছুরিকাঘাত করে টাকা নিয়ে দ্রুত সিএনজিতে উঠে চম্পট দেয়।

আহত মুসাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই ঘটনার প্রতিবাদে বিক্ষুদ্ধ জনতা ঢাকা-চট্টগ্রাম সড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখেন। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হলে সড়কে যানবাহন চলাচল ফের শুরু হয়।

চট্টগ্রামের সহকারী পুলিশ কমিশনার তানভী আরাফাত জানান, ছিনতাইকারীদের পাকড়াও করতে অভিযান শুরু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, জুন ২৩, ২০১০
শিউলী/আরটি/বিকে/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।