ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জমি নিয়ে বিরোধের জেরে পাটগ্রামে কৃষক হত্যা

মুনিম হোসেন প্রতীক, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১০

লালমনিরহাট: জমি বিরোধের জের ধরে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ভাণ্ডারদহ গ্রামে এক কৃষককে ধারাল অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে।

রোববার ভোরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।



পুলিশ জানায়, নিহত কৃষক ভাণ্ডারদহ গ্রামের মৃত হরেকৃষ্ণের পুত্র ফুলকুমার রায় (৪০)।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইহতেশাম নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, রোববার ভোররাতে ধানক্ষেত দেখতে যান ফুলকুমার। সেখানে ওঁত পেতে থাকা এক প্রতিপক্ষ ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জমি বিরোধের জের ধরেই এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে নিহতের পারিবারিক সূত্র।

এ ঘটনায় এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।