ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নূর হোসেন বলাই আর নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১০

ঢাকা: মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক নূর হোসেন বলাই রোববার দুপুরে মোহাম্মদপুরে নিজ বাসায় মারা গেছেন। তার বয়স হয়েছিল ৫৮ বছর।

তিনি স্ত্রী, দুই কন্যা ও এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

তার ভাইয়ের ছেলে মাসুম নূর টাইসন বাংলানিউজকে জানান, দুপুর ১২টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে  বারডেম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নূর হোসেন বলাই ডায়াবেটিসে ভুগছিলেন। এছাড়া কিছুদিন আগে তার চোখে অস্ত্রোপচারও করা হয়। বাত এশা মোহাম্মদপুরের বাইতুল ফজল মসজিদে জানাজা শেষে মোহাম্মদপুর ঈদগা সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়।

নুর হোসেন বলাইয়ের জন্ম ১৯৫২ সালের ১ ফেব্রুয়ারি, মুন্সীগঞ্জে।

কিছুদিন সহকারী পরিচালক হিসেবে কাজ করার পর ’৯০-এর দশকে তিনি পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‌‌‌‌‌‌`ছক্কাপাঞ্জা। ` উল্লেখ্যযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে- সিকান্দার, ইন্সপেক্টর, বিষকন্যার প্রেম, দাগী, জীবনসাথী, দাবিদার, শত্রু ইত্যাদি। বেশ কিছু ছবি প্রযোজনাও করেছেন তিনি।

বাংলাদেশ সময় ১৬.৪৫ ঘণ্টা, ১২, সেপ্টেম্বর, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।