ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২০
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ১ বিদ্যুৎস্পৃষ্ট। ছবি: প্রতীকী

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইন চালু অবস্থায় কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিক নিহত এবং আরও দুই জন আহত হয়েছেন।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার কানসাট ইউনিয়নের কুটু বাজারে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহত শ্রমিক একই উপজেলার পুকুরিয়া গ্রামের মো. সেরাজুল ইসলামের ছেলে মো. ধুলু (৩৫)। তবে আহতদের নাম ঠিকানা জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার বেলা ১১টার দিকে পল্লী বিদ্যুতের লাইন সম্প্রসারণ কাজের অংশ হিসেবে ঠিকাদারের চুক্তিভিত্তিক পারিশ্রমিকে শ্রমিকরা কাজ করছিলেন। একপর্যায়ে সম্প্রসারণ লাইনের সঙ্গে সংযোগ দিতে গিয়ে তিন জন বিদ্যুৎস্পৃষ্ট হন।  

স্থানীয়দের অভিযোগ কাজ চলাকালে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকায় এ হতাহতের ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে ধুলু মারা যায়। আহত অপর দুই জনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার গোলাম মোর্তুজা হতাহতের সত্যতা স্বীকার করে জানান, কাজ চলাকালে ঠিকাদারগণ তাদের অবহিত করলে বিদ্যুৎ সঞ্চালন বন্ধ রাখা হতো। কাজটি ঠিকাদারের মাধ্যমে সমিতি বাস্তবায়ন করছে। তাই এ ঘটনার দায় দায়িত্ব ঠিকাদারের।  

সংশ্লিষ্ট ঠিকাদারের সঙ্গে যোগাযোগ করা হলে এ ব্যাপারে তিনি সংবাদ না করার অনুরোধ জানিয়ে মোবাইল ফোনের সংযোগ কেটে দেন।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।