ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২০
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর কামরাঙ্গীরচরের মোমিনবাগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাশেম মিয়া (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কাশেম সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সদরকান্দি গ্রামের মৃত জয়নাল মিয়ার ছেলে। থাকতেন কামরাঙ্গীচরের মজিবরঘাট এলাকায়।

নিহত কাশেমের সহকর্মী মোফাজ্জেল জানান, তারা রাজমিস্ত্রির কাজ করেন। কাশেম রাজমিস্ত্রির হেলপার ছিলেন। সকালে মোমিনবাগ সিলেটি বাজারের পাশে একটি নির্মাণাধীন একতলা ভবনে কাজ করছিলেন তারা। গরমের কারণে নিচতলায় স্ট্যান্ড ফ্যান চালু করতে যান কাশেম। এসময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২০
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।