ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিপদসীমার ২০ সে.মি. উপরে বইছে ব্রহ্মপুত্র

ফজলে ইলাহী স্বপন, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১০

কুড়িগ্রাম: কুড়িগ্রামে উজানের ঢল আর অবিরাম বর্ষণে অস্বাভাবিকহারে বাড়তে শুরু করেছে ব্রহ্মপুত্র, দুধকুমোর, ধরলাসহ বিভিন্ন নদ-নদীর পানি।

ব্রহ্মপুত্র নদের পানি রোববার দুপুর ১২টায় চিলমারী পয়েন্টে বিপদসীমার ২০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল বলে বাংলানিউজকে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র।



স্থানীয় সূত্র জানিয়েছে, বিপদসীমা অতিক্রম করায় ব্রহ্মপুত্র বেষ্টিত ও তীরবর্তী শতাধিক চর ও দ্বীপচর প্লাবিত হয়ে প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। চলতি মৌসুমে তৃতীয় দফা বন্যার কবলে সর্বস্বান্ত হয়ে পড়েছেন চরাঞ্চলের হতদরিদ্ররা।

জেলার উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের মেম্বার আবুল হোসেন বাংলানিউজকে জানান,  ঈদের দিন থেকে ওই এলাকার ব্রহ্মপুত্র নদে অস্বাভাবিকহারে পানি বেড়ে বিস্তীর্ণ  এলাকা প্লাবিত হয়েছে। ঘর-বাড়ি ডুবে যাওয়া অনেকেই আশ্রয় নিয়েছেন বন্যা নিয়ন্ত্রণ বাঁধের উঁচু স্থানে।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।