ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মুক্তিযোদ্ধা কাউন্সিল নির্বাচন : হাইকোর্টের আদেশ বহাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৪ ঘণ্টা, জুন ২৩, ২০১০

ঢাকা: মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্বাচন বাতিলের আবেদনের ওপর হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছেন চেম্বার জজ আদালত।

নির্বাচন বাতিল সংক্রান্ত আবেদনের ওপর দায়েরকৃত আপিলের শুনানির পর আজ বুধবার চেম্বার জজ বিচারপতি এস কে সিনহা এ আদেশ দেন।



আদালতের এ আদেশের পর মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠানে কোনো বাধা থাকলো না।

গত বুধবার মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্বাচন বাতিলের আবেদনটি কিছু নির্দেশনা দিয়ে হাইকোর্ট ডিভিশন বেঞ্চ খারিজ করে দিয়েছিলেন।

রায় ঘোষণার পর অতিরিক্ত অ্যার্টনি জেনারেল মুরাদ রেজা সাংবাদিকদের জানান, এখন মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলকে হাইকোর্টের দেওয়া নির্দেশনা মেনে কাজ করতে হবে।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, জুন ২৩, ২০১০
জেএ/বিকে/এমএমকে/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad